, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আমতলীতে ৪৩ ভূমিহীন পরিবারকে নোটিস ছাড়া উচ্ছেদ, খোলা আকাশের নিচে জীবন যাপন

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ০২:২৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৪ ০২:২৯:৪৬ অপরাহ্ন
আমতলীতে ৪৩ ভূমিহীন পরিবারকে নোটিস ছাড়া উচ্ছেদ, খোলা আকাশের নিচে জীবন যাপন
মোঃ ইমরান হোসাইন, আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও ৭ নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ  নির্মাণের জন্য ভূমিহীন ৪৩ পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে।   উক্ত  স্থানে বছরের পর  ধরে বসবাস করে আসছে  ৪৩টি দরিদ্র ভূমিহীন  পরিবার। ঘর-বাড়ি হারিয়ে তারা এখন  খোলা আকাশের নিচে জীবন যাপন  করছেন।

বিধবা রুশী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বেড়িবাঁধ নির্মাণের জন্য  আচুক্কাম লোকজন আইসা আমাদের ঘরবাড়ি ২ দিনের মধ্যে ভেঙে ফেলতে বলে। এখন আমরা কোথায় যাবো কিভাবে ঘর তুলবো , কোথায় থাকবো’

ভিক্ষুক বারেক দুয়ারী কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি সরকারি আবাসনে থাকতাম এখানে বসে ভিক্ষা করতাম কিন্তু এই ঘর ভাঙ্গে ফেললে কোথায় থাকবো কিভাবে নাতিদের লেখাপড়া করাবো। আমি সরকারের কাছে সাহায্য চাই।

 এ ব্যাপারে ভূমিহীন কুলসুম আক্তার তাদের  পুনর্বাসনের জন্য  ৩১ জানুয়ারি আমতহলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।

 পানি উন্নয়ন বোর্ডের বরগুনার  নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, বন্যা জলোচ্ছ্যস থেকে রক্ষার জন্য বেড়ি বাঁধ নির্মাণ করা হচ্ছে। 
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন