আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
আজ সোমবার ১ জানুয়ারি নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এদিকে কতগুলো ভোটকেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে— জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।
ভোটের দিন ইন্টারনেট স্লো হবে কি-না এমনে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আশা করি, না। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে বলা হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেহেতু একটা অথরিটি নিয়ে বলছি, সুতরাং তা বলা আছে কি-না, এটা মুখ্য বিষয় হতে পারে না।
এদিকে ইসির তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।