, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শীতের সকালে গুচ্ছগ্রামে পাটিতে বসে মুড়ি খেলেন সাকিব

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ০২:১৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৪ ০২:১৮:০০ অপরাহ্ন
শীতের সকালে গুচ্ছগ্রামে পাটিতে বসে মুড়ি খেলেন সাকিব
আজ বছরের প্রথম সকালে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। ভোর থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। পরে গুচ্ছগ্রামের ভোটারদের সঙ্গে পাটিতে বসে ভাজা মুড়ি খান সাকিব।
 
আজ সোমবার ১ জানুয়ারি সকালে মাগুরার কুছুন্দী গুচ্ছগ্রামে উঠান বৈঠকে ভোটারদের মাঝে হাজির হন সাকিব। এ সময় সাকিবকে এক নজর সরাসরি দেখতে ভিড় জমায় শতশত নারী পুরুষ। গুচ্ছগ্রামের ভোটারদের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয়ে তিনি মতবিনিময় করেন সাকিব।

এরপর গুচ্ছগ্রামের ভোটারদের সঙ্গে পাটিতে বসে ভাজা মুড়ি খান। বৈঠক শেষে অটোগ্রাফযুক্ত বল ছুড়ে দেন শিশুদের উদ্দেশ্যে। সাকিবের অটোগ্রাফযুক্ত বল পেয়ে শিশুরা অনেক খুশি হয়।

এ সময় সাকিব আল হাসান বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুণ। আমি সুযোগ পেলে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। যেহেতু জমি আপনাদের; এরপর কর্মসংস্থানের ব্যবস্থা হলে আপনার নিজেরাই টাকা ইনকাম করে এখানে আরও উন্নত ঘরবাড়ি বানাতে পারবেন।’

সাকিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সবই হবে। আর দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এজন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে।’ 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া