সাইফুল্লাহ, ঢাকা: ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে এ দিনের কার্যক্রম শুরু করে বিএনপি। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ার কবর জিয়ারত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মুঈন খান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছর পার হলেও এক শ্রেণির বাকশালপন্থীর কবল থেকে জাতী এখনও রক্ষা পায় নি।
তিনি আরও বলেন, ২৫ শে মার্চ কালো রাতে জাতী যখন ভয়াবহ অবস্থার স্বীকার হয়েছিল, বর্তমানে যারা নিজেদের স্বাধীনতার কান্ডারী ভাবে তারা পলাতক ছিল। সেই সংকটময় মূহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নি শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিজে যুদ্ধ করে বীরের বেশে আগমন করেন।
বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা বিগত যত আন্দোলন করেছি, সবগুলো শান্তিপূর্ণ ভাবে শেষ করেছি। এমনকি দেশের অধিকাংশ থানাতে একসাথে লংমার্চ করেছি, সেখানেও আমাদের শান্তি বজায় ছিল।