, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


কিউডির মেশ সিরিজের নতুন রাউটার

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ১১:০৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৪ ১১:০৮:৫৮ পূর্বাহ্ন
কিউডির মেশ সিরিজের নতুন রাউটার
ওয়াইফাই রাউটার ব্যাবহারের অভিজ্ঞতাকে নতুন ভাবে আপগ্রেড করার জন্য গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে কিউডির মেশ সিরিজের আরও একটি রাউটার - এম ৩০০০। এটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই-৬ রাউটার। ব্যবহারের সুবিধার্থে কিউডি এই রাউটারকে ১ প্যাক, ২ প্যাক, এবং ৩ প্যাকের মোট ৩টি ভ্যারিয়েন্টে নিয়ে এসেছে। রাউটারগুলিতে আসে শক্তিশালী ওয়াইফাই-৬ এর কার্যক্ষমতা এবং রয়েছে প্রতি সেকেন্ডে ২.৫ গেগাবাইটের ইন্টারনেট পোর্ট, ৫টি এন্টিনা।

রাউটারটির সব থেকে বিশেষ ফিচার হলো অন্য একটি মেশ রাউটারের সাথে এটিকে খুব সহজে ঝঞ্ঝাট মুক্ত ভাবে পেয়ারিং করে ব্যাবহার করা যায়। রাউটারটিতে ব্যাবহার করা হয়েছে ১.৩ গেগাহারজের ডুয়েল করটেক্স - এ৫৩ প্রসেসর এবং অতি দ্রুত গতির এ এক্স ৩০০০ সিরিজের ওয়াই-ফাই ৬ এর টেকনোলজি। এছাড়াও রয়েছে ১টি ২.৫ গেগাবাইট পার সেকেন্ডের ইথারনেট পোর্ট, একটি ১০/১০০/১০০০ মেগাবাইট পার ইউনিট ইথারনেট পোর্ট। এছাড়াও রাউটারটি ২০/৪০/৮০/১৬০ মেগাহারজের ব্যান্ডউইথ কে সাপোর্ট করে। এগুলো সহ ফিচার হিসাবে এই রাউটারটিতে রয়েছে- DL-OFDMA/MU-MIMO, UL-OFDMA/MU-MIMO ফিচার। এবং একই সাথে এই রাউটারটি 1024QAM সাপোর্টেট। আরও রয়েছে IPv4/IPv6 এর ইন্টারনেট প্রোটোকল।

কিউডি এম ৩০০০ একটি প্যাকের রাউটারের মাধ্যমে খুব সহজেই ১ তলা একটি ভাবনকে কভার করতে পারবে। এছাড়াও ২ তলা এবং ৩ তলা কিংবা অনেক বড় কোনো স্পেসকে কভার করতে নিয়ে নিতে পারবে এই এম ৩০০০ এর ২ কিংবা ৩ প্যাকের রাউটারটি। এক সাথে অন্তত ২৫৬টি ডিভাইস সংযোগ করার ক্ষমতা রয়েছে কিউডির এই রাউটারে। এই রাউটির সিংগেল একটি ইউনিটের কভার রেঞ্জ ২৫০০ স্কয়ার ফিট। এম ৩০০০ এই রাউটারটির ডাটা ট্রান্সফার স্পিড যথাক্রমে ২৪০২ মেগাবাইট পার সেকেন্ড এবং ৫৭৪ মেগাবাইট পার সেকেন্ড। 
সর্বশেষ সংবাদ
‘সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা’

‘সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা’