এম. শামীম, রাবি: এক দিন পরেই বিদায় নিতে চলেছে ২০২৩ সাল। অপরদিকে আগমনী বার্তা নিয়ে নাকের ডগায় কড়া নাড়ছে ২০২৪ সাল। এটা কি শুধুই সাল বদল না কি পরিকল্পনা, প্রত্যাশার পাশাপাশি জীবনকে ঢেলে সাজাবার মাহিন্দ্রক্ষণ? সফলতা-ব্যর্থতার হিসাব কষে নতুন বছরে যে সবাই নবউদ্যােমে নতুনত্বের সাথে নিজেদের নবরূপায়ন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ হন। পরিবার, প্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্র কিংবা বৈশ্বিক ব্যবস্থায় নানান পরিবর্তনের প্রত্যাশা রাখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৪ সালের প্রত্যাশা সম্পর্কে চলুন জেনে আসা যাক।
রাজনৈতিক সংকটমুক্ত ক্যাম্পাস চাই
নতুন বছরে সবাই নতুন করে পরিকল্পনা ঢেলে সাজায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের প্রত্যাশা পড়াশোনাসহ অ্যাকাডেমিক সকল কার্যক্রম সঠিকভাবে শেষ করা৷ তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের জন্য পুরো বছরের সুন্দর রুটিন করে দেয় সেটা অনেক ফলপ্রসূ হবে।
পাশাপাশি আমরা প্রায়শই দেখি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংকট দেখা দেয়। যা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের ওপর এক প্রকার চাপ সৃষ্টি করে। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন সুন্দর এবং শিক্ষার্থীবান্ধব থাকে। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী।
নূর আহসান মৃদুল,
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
নিজেকে গড়ে তুলে মানুষের জন্য কিছু করতে চাই
নতুন বছরে আমার অনেক প্রত্যাশা রয়েছে। তবে তার অধিকাংশই জুড়ে রয়েছে ব্যক্তি আমি ও আমার প্রাণের রাজশাহী বিশ্ববিদ্যালয়। অতীতে যাকে নিয়ে স্বপ্নের সাগরে ডুবতাম তার বুকেই এখন সর্বদা আমার পদচারণা। আমি বিশ্বাস করি, এ ক্যাম্পাস থেকে নিজেকে গড়ে পরিবার, সমাজ, রাষ্ট্রসহ মানুষের জন্য কিছু করতে পারব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা কীভাবে দেওয়া যায় সেটা স্মরণে রেখে নতুন বছরে অনেক বেশি কাজ করে যাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাদিয়া স্নিগ্ধা হিয়া,
শিক্ষার্থী, ফাইন্যান্স বিভাগ
সরকার জনগণের প্রত্যাশা, আবেগ ও অনুভূতিকে যথাযথ মূল্যায়ন করুক
নতুন বছর নতুন কিছু নিয়ে আমাদের মাঝে আবিভূর্ত হয়। আমরা চাই নতুন আমাদের মাঝে সমৃদ্ধি নিয়ে আসুক। সেই সাথে আগামী দিনগুলো সমৃদ্ধি বয়ে আনুক জাতীয় জীবনে। নতুন বছরে দেশের প্রতিটি মানুষের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক নতুনভাবে। সরকারের কর্মোদ্দীপনায়, দেশ ও জাতির সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিস্তার লাভ করুক। আমরা চাই, সরকার জনগণের প্রত্যাশা, আবেগ ও অনুভূতিকে যথাযথ মূল্যায়ন করে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সর্বাধিক গুরুত্ব দেবে। দেশ ও জাতির মঙ্গলে সবার ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত দেশপ্রেম জাগ্রত হোক, খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার-নতুন বছরে এ প্রত্যাশাই করছি।
ফাহিম মুনতাছির,
শিক্ষার্থী, আইন বিভাগ
রাবি দেশ-বিদেশে আরও ভালো অবস্থান তৈরি করবে
নতুন বছরের আগমন মানেই আমার কাছে জীবনের নতুন অধ্যয়ের উন্মোচন। অনেক স্বপ্ন নিয়ে রাবিতে ভর্তি হওয়া। স্বপ্ন বাস্তবায়নে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার সবটুকুই পাবো বলে আশাবাদী। নতুন বছরে আমার আরও প্রত্যাশা থাকবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও উন্নত করে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে দেশে-বিদেশে ভালো অবস্থান তৈরি করবে আমার বিশ্ববিদ্যালয়। আমার আরও একটি বড় প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মধ্যে সমতার বিধান এবং সকলকে সমান চোখে দেখা।
ইশরাত জাহান ইলা,
শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ
নতুন বছরে পুরাতন শুভ অশুভ স্মৃতিগুলো বাস্তবতার পরিপ্রেক্ষিতে মেনে নিয়ে আগাতে হবে
নতুন সর্বদা নিজের আগমনীর পাশাপাশি পুরাতনকে বিদায়ের বার্তা বয়ে আনে। আর পুনরায় সাহিত্যিক, প্রাবন্ধিকদের লেখনীতে, কণ্ঠে উঠে আসে নতুন প্রেরণা, উদ্দীপনায় উজ্জীবিত হওয়ার পঙক্তি। নতুন বছরে পুরাতন শুভ অশুভ স্মৃতিগুলো বাস্তবতার পরিপ্রেক্ষিতে মেনে নিয়ে, তাদের নতুন উদ্দীপনার পঙক্তিকে সাহিত্যে সীমাবদ্ধ না রেখে সবাই যেন ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটাই। তারুণ্যের নতুন প্রেরণায় দেশ ও জাতির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যেন অভিনব পন্থা নিয়ে আসতে পারি।
শাহ্ আব্দুল করীমের 'আগে কি সুন্দর দিন কাটাইতাম!' গানের প্রতিবাদী আক্ষেপকে ধারণ করে বর্তমান ও আগামীর দিনগুলোকে যেন আনন্দময় করতে পারি এই প্রত্যাশাই থাকবে।
অর্ণব সরকার,
আইন বিভাগ।
দেশ ও জাতির মঙ্গলে সবার মনে সুপ্ত দেশপ্রেম জাগ্রত হোক
২০২৩ সাল পেরিয়ে আমরা পদার্পণ করছি ২০২৪ সাল। স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে আরও একটি নতুন বছর আমাদের দ্বারে এসেছে। নতুন বছরে আনন্দ-উল্লাসের পাশাপাশি আমরা অঙ্গীকার করি নতুন বছরে নতুনভাবে নিজেদেরকে ঢেলে সাজাতে। বিগত বছরের ভুলত্রুটি শুধরে নিয়ে নতুনভাবে স্বচ্ছ ও সঠিকভাবে পথচলার অঙ্গীকার। তবে প্রত্যাশা করে স্বপ্ন দেখা আর তা বাস্তবে রূপ দেওয়া এক কথা নয়। পরিকল্পনা, পরিশ্রম, গঠনমূলক চিন্তা ছাড়া যেমন ব্যক্তি, পরিবার, সমাজের উন্নয়ন সম্ভব নয়। একইভাবে সম্ভব নয় রাষ্ট্রের উন্নয়নও। রাষ্ট্র তা যত ক্ষুদ্রই হোক তার চরিত্র হতে হয় গণমুখী তথা জনকল্যাণমূলক। বাংলাদেশ সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে । দেশ ও জাতির মঙ্গলে সবার ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত দেশপ্রেম জাগ্রত হোক, খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার। নতুন বছরে এ প্রত্যাশাই ব্যক্ত করছি মহান স্রষ্টার কাছে।
জেরিন তাবাসসুম স্নেহ,
শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ
একটি উদ্ভাবনের বিপ্লব ভীষণভাবে প্রয়োজন
অতীতের সব ব্যর্থতা গ্লানি নতুন বছরে সফলতার গল্পে রূপ নিক। আগামী বছরে বাংলার সোনালি সন্তানেরা দেশ ও জাতিকে নতুন কিছু উপহার দিক। একাত্তরের মতো জাতি আরো একবার গর্জে উঠুক, বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে আদর্শের প্রতীক হিসেবে রূপ নিক। দেশের সূর্য সন্তানেরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাক।
কবির ভাষায়— 'কথায় না বড় হয়ে কাজে বড় হব'। আমি এই স্লোগানে বিশ্বাসী। আমাদের সেই সোনালি ছেলেরা কোথায়? আমরা চাই তরুণ প্রজন্ম নতুন বছরে নতুন কিছু করে দেখাবে, জাতি তরুণদের থেকে অনেক কিছু আশা করে। একটি উদ্ভাবনের বিপ্লব ভীষণভাবে প্রয়োজন। শিক্ষিত তরুণেরা আরো একবার গর্জে উঠুক, তাহলে সবই সম্ভব।
মাসুম বিল্লাহ
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ
বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত লাইট দেওয়া হোক
একজন রাবিয়ান হিসেবে আমি গর্বিত। কিন্তু নতুন বছরে নতুন সব কিছুর সাথে আমি আমার বিশ্ববিদ্যালয়ের কিছু উন্নয়ন প্রত্যাশা করি। যেমন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত লাইট নেই। সন্ধ্যার পরেই বিভিন্ন জায়গা অন্ধকার হয়ে যায়। তাই চলাফেরা করতে অসুবিধা হয়। লাইটের সংখ্যা বাড়ানো হলে আমাদের চলাফেরায় সুবিধা হতো। আবার বিনোদপুরের রাস্তা নতুনভাবে তৈরির পর যানবাহন অতিরিক্ত বেগে চলাফেরা করছে। তাই ভার্সিটির গেইটগুলোর সামনে জেব্রা ক্রসিং এবং ওভার ব্রিজ হলে শিক্ষার্থীদের জন্য ওভারটেকিংএ সুবিধা হতো।
ফারিহা সাঈদ নিশা
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সুযোগ করে দেবে নতুন বছর
বছরে নতুন দিন আসে আমরা উদ্দীপিত ও জাগ্রত হই। আনন্দ-উল্লাসের পাশাপাশি আমরা অঙ্গীকার করি নতুন বছরে নতুনভাবে চলতে। নতুনভাবে জীবনযাপন করতে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গীকারের মধ্যে প্রধান হয়ে ওঠে। এর মধ্যে থাকে ব্যক্তি অঙ্গীকারও। আমাদের জাতীয় জীবনে ২০২৩ সাল ছিল একটি গুরুত্বপূর্ণ বছর। নানা ক্ষেত্রে উত্থান-পতনের মধ্যদিয়ে পার হয়েছে বছরটি।
নববর্ষের এ সূচনালগ্নে সবার প্রত্যাশা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে সফলতা আসুক। অনেক সীমাবদ্ধতার মধ্যেও সবার চেষ্টা ছিল এগিয়ে যাওয়ার। নতুনের মধ্যেই নিহিত থাকে অমিত সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সুযোগ করে দেবে নতুন বছর। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে নিয়ে আমরা গর্বিত ও আশাবাদী। এ দেশ একদিন উন্নত দেশের কাতারে যাবে।
নূর মোহাম্মদ
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
নানাবিধ অনিশ্চয়তার মধ্যে নতুন বছরের আগমন
কালের পরিক্রমায় বিদায় নিয়ে শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন বছর। বিদায়ী বছরের হতাশা ও বঞ্চনাকে পেছনে ফেলে ভালো কিছু প্রাপ্তির স্বপ্ন নিয়ে মানুষ বরণ করে নেবে নতুন বছরকে। আমিও এর ব্যতিক্রম না। সকলের মতো আমিও নতুন উদ্যেমে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন কিছু প্রাপ্তির প্রত্যাশাই বরণ করে নেব নতুন বছরকে। নতুন বছর আমি এবং আমাদের সকলের জীবনেই বয়ে আনবে অসীম সম্ভাবনা। নানাবিধ অনিশ্চয়তার মধ্যে নতুন বছরের আগমন। তাই প্রত্যাশার পারদে যোগ হয়েছে নতুন মাত্রা।
কামনা করি, সব ধরনের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আমার প্রাণের ক্যাম্পাস রাবিতে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা। সকল প্রকার সাম্প্রদায়িকতাকে পেছনে ফেলে ভালোবাসার বন্ধনের আবদ্ধ হোক পুরো ক্যাম্পাস। অবশেষে নতুন বছরের সূচনালগ্নে সবার কাছে প্রত্যাশা পুরনো বছরের হিংসা, বিদ্বেষ, শত্রুতা, হানাহানি ভুলে গিয়ে নতুন বছরে নিজেকে নতুনভাবে গড়ে তুলি।
নুসরাত জাহান নওরিন
সমাজকর্ম বিভাগ