, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


থার্টি ফার্স্টের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ১০:১১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৪ ১০:১১:৩৩ পূর্বাহ্ন
থার্টি ফার্স্টের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের
এবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ৩১ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. মিরাজ (১৭) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে।

এদিকে মৃতের বড় ভাই মিনহাজের বরাত দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটের আনন্দ আয়োজন করতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রবিবার রাত পৌনে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন মিরাজ।

স্থানীয়দের সহযোগিতায় ছোট ভাই মিরাজ রাত পৌনে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন।
 
এসআই আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস