গত শুক্রবার ভারতের বিহারে ট্রাকে করে একটি পাখাবিহীন বিমান নিয়ে যাওয়ার সময় ফ্লাইওভারের নিচে আটকে যায়। এবার বিহারে সেরকমই আরও একটি ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ৩১ ডিসেম্বর ট্রেনের একটি বগি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় তা দুর্ঘটনার শিকার হয়।
এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর এনডিটিভি এদিকে বিহারের বাগলপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রেন স্টেশনটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে এ ঘটনায় কেউ আহত হয়নি।
পুলিশ জানায়, ট্রাকে করে ট্রেনের বগি নিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে লোহিয়া ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করে। যার ফলে আশপাশের রাস্তায় প্রচণ্ড যাটজটের সৃষ্টি হয়।
শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ এবং রেলওয়ে অফিসার এসে ঘটনাস্থল থেকে ট্রাক এবং ট্রেনের বগি সরিয়ে নেয়। এর আগে গত শুক্রবার অসম্পূর্ণ একটি বিমান ট্রেলার ট্রাকে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়ার ফ্লাইওভারের সঙ্গে ট্রাকটি আটকে যায়। এরপরই ওই এলাকায় ভয়াবহ জ্যাম শুরু হয়।