, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রিজভীকে খুঁজছে ডিবি পুলিশ

  • আপলোড সময় : ৩১-১২-২০২৩ ০২:৩৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৩ ০২:৩৮:৪৬ অপরাহ্ন
রিজভীকে খুঁজছে ডিবি পুলিশ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খুঁজছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগিরই আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, তিনি (রিজভী) নাকি অসুস্থ। একজন অসুস্থ মানুষ কীভাবে একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বেশ কজন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস