, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


‘নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটা যাবে’

  • আপলোড সময় : ৩১-১২-২০২৩ ১২:৫৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৩ ১২:৫৭:৫৭ অপরাহ্ন
‘নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটা যাবে’
এবার বগুড়া-৭ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নুকে ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কেটে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু।

সম্প্রতি শাজাহানপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। যে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেই ভিডিওতে দেখা যায়, আসাদুর রহমান দুলুর বক্তব্যের সময় মঞ্চে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে নৌকার প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন উপস্থিত ছিলেন।

এদিকে ৪ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে আসাদুর রহমান দুলু বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের সম্মানের আসনে বসিয়েছেন। শেখ হাসিনার মার্কায় (নৌকা) ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবেন? ভোটার আইডি থেকে আপনার নাম আবার কর্তন হয়ে যাবে।

এই সরকার এতো কিছু করার পরেও যদি তাকে ভোট না দেন তাহলে কি আপনাদের নাম আর থাকবে? এই আসনে যিনি প্রার্থী হয়েছেন তিনি মোস্তফা আলম নান্নু, চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু নান্নুর কোনো কলঙ্ক নেই। তাই তাকে ভোট না দিয়ে কি চোর বাটপারদের ভোট দেবেন?’

আজ রবিবার ৩১ ডিসেম্বর জানতে চাইলে আসাদুর রহমান দুলু বলেন, কাউকে হুমকি দেওয়ার জন্য মন্তব্য করিনি। সরকারের উন্নয়ন তুলে ধরতেই এমনটি বলেছি। কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না আমার।

এদিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ রকম বক্তব্য আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি সম্পর্কে জেনেছি। খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ সংবাদ