, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালু আজ

  • আপলোড সময় : ৩১-১২-২০২৩ ১০:৩৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৩ ১০:৩৫:০৫ পূর্বাহ্ন
মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালু আজ
সাইফুল্লাহ, ঢাকা: আজ রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকে মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালু করা হবে। এখন থেকে ১৬ স্টেশনেই ট্রেন থামবে নিয়মিত। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলো মেট্রোরেলের।

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। পুরো কাজ শেষ হলে ট্রেন ছাড়বে প্রতি ১০ মিনিট পর পর। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা হবে। চলবে ২৪ জোড়া ট্রেন।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, স্টেশন চালুর প্রথম দিন থেকেই এসব স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারবেন।

এর আগে সর্বশেষ যানজট নিরসনে রাজধানীতে তৈরি মেট্রোরেলের দুটি স্টেশন চালু হয়েছিল ১৩ ডিসেম্বর বুধবার। স্টেশন দুটি হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন।

২৮ ডিসেম্বর ২০২২ এ মেট্রোরেল ( এমআরটি লাইন-৬) এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মাধ্যমে বাংলাদেশ এর ইতিহাসে যুক্ত হল নতুন এক মাইল ফলক। ঢাকা শহরের চিরচেনা যানজট এড়াতে মেট্রোরেল প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। ২০১৭ সালে কাজ শুরু হয়েছিলো মেট্রোরেলের। মেট্রোরেল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে