, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উল্লাপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

  • আপলোড সময় : ৩০-১২-২০২৩ ০৭:১৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৩ ০৭:১৪:৩৮ অপরাহ্ন
উল্লাপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার বিকেলে উল্লাপাড়া প্রেসক্লাবের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা অডিটোরিয়ামে সিনিয়র সাংবাদিক সাহারুল হক সাচ্চুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের কার্যকরী কমিটি না থাকায় নতুন কমিটি করার বিষয়ে আলোচনা করেন বক্তারা। একই সঙ্গে আলোচনা সভায় কয়েকজন সাংবাদিকের অপসাংবাদিকতা, প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র, সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টিসহ না বিষয় উঠে আসে। 
 
পরে সভার সকলের সম্মতিক্রমে দৈনিক যুগান্তের উল্লাপাড়া প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া প্রতিনিধি এ আর জাহাঙ্গীরকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে অপসাংবাদিকতা, প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র, সাংবাদিকদের মধ্যে বিবেধ সৃষ্টির অভিযোগে বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয়কে প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়।
 
সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর, মোঃ নজরুল ইসলাম, হাফিজুর রহমান বাবলু, এ আর রাজু, আল মাহমুদ, কামরুল ইসলাম প্রমুখ।
 
 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা