ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাক্ষাৎ করেছেন। শুক্রবার জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় এ তথ্য জানায়। খবর আল আরাবিয়া
টুইট বার্তায় একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে মোদি এবং জেলেনস্কিকে হাত মেলাতে দেখা গেছে। ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর এই প্রথম প্রধানমন্ত্রী মোদির সঙ্গে জেলেনস্কি দেখা করেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ সম্মেলনে যোগ দিতে আজ সকালে তিনি হিরোশিমায় পৌঁছান। জাপান ছাড়াও নরেন্দ্র মোদি পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়া সফর করবেন।
গত মাসে ইউক্রেনের প্রথম মুখ্য পররাষ্ট্রমন্ত্রী ইমাইন ডিজাপারোভা ভারত সফর করেন। পশ্চিমা ইউরোপের কোনো প্রতিনিধির এটি ছিল ভ্রমণ ভারত সফর। সে সময়ে তিনি জেলেনস্কির পক্ষ থেকে মোদির হাতে একটি পত্র তুলে দেন।