, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’ শাহাজাহান ওমরকে নিয়ে বললেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৯-১২-২০২৩ ০৯:৪৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৩ ০৯:৪৮:২৬ অপরাহ্ন
‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’ শাহাজাহান ওমরকে নিয়ে বললেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল নির্বাচনী জনসভায় দলের মনোনীত প্রার্থী শাহজাহান ওমরকে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’। নৌকা প্রতীকে ভোট দিতে ঝালকাঠি-১ আসনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী এসব বলেন।

নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ঝালকাঠি-১ আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমর। সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে। ঘরের ছেলে ঘরে ফিরেছে।

বরিশালবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা নির্বাচনি জনসভায় বলেন, আপনারা ৭ তারিখে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় ভোট দেবেন। কারণ, এই নৌকা নুহ নবীর নৌকা। এই নৌকা স্বাধীনতা এনেছে, দেশ থেকে দারিদ্র বিমোচন করে। এই নৌকা ডিজিটাল বাংলাদেশ করেছে। এবার এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে।

এছাড়া নিজ দলীয় নেতাদের পরিচয় করিয়ে দেওয়ার সময় বরিশাল-২ আসনে রাশেদ খান মেনন এবং পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেনকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাদের পক্ষেও ভোট প্রার্থনা করেন শেখ হাসিনা। প্রার্থীদের পরিচয় পর্বে বরিশাল সদর (বরিশাল-৫) আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে সফল বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

বক্তব্যে প্রধানমন্ত্রী বরিশালবাসীর কল্যাণে নেওয়া তার সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরেন। আগামীতে ক্ষমতায় এলে বরিশালের কী কী উন্নয়ন করা হবে তা উল্লেখ করেন সরকারপ্রধান। বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল ১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, আবদুল হাফিজ মল্লিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ-ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী-যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতীয় পাটির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, শাজাহান ওমর বীর উত্তম, আওয়ামী লীগের দফতর সস্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল মহনগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান