, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মোহাম্মদপুর গণ-ছিনতাইয়ের ঘটনায় ১৪ জনকে আটক করেছে র‍্যাব-২

  • আপলোড সময় : ২৯-১২-২০২৩ ০৩:২৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৩ ০৩:২৫:২১ অপরাহ্ন
মোহাম্মদপুর গণ-ছিনতাইয়ের ঘটনায় ১৪ জনকে আটক করেছে র‍্যাব-২
সাইফুল্লাহ, ঢাকা: মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি এলাকা থেকে বিশেষ অভিযানে ১৪জন ডাকাত ও ছিনতাইকারীকে' আটক করেছে র‍্যাব-২। এর আগে রাজধানী মোহাম্মদপুরের রায়ের বাজার বটতলা এলাকায় গণছিনতায়ের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভেতর ইবরাহীম নামে একজনের কাছ থেকে জানা যায়-কাটাশুর ও রায়ের বাজার এলাকার দু গ্রুপের ভেতর ঝগড়ার সৃষ্টি হয়।

পরবর্তীতে এক পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে প্রায় ৪০ জনের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, টাকা, মোবাইল ডিভাইসসহ যা পাই সব রেখে দেয়। সময়টা ঠিক ভরদুপুরে। আবারও পুনরায় কয়েকদিনের ব্যবধানে গণ ছিনতাইয়ের ঘটনা দেখলো সাধারণ মানুষ। ভয়ে আতংকিত ছিল পথচারীরা, নিরাপত্তাহীনতায়  মুখ খোলে নি স্থানীয় মানুষেরা।

গত কয়েকদিন আগে মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বেড়িবাঁধ থেকে চাঁদ উদ্যান হাউজিং এলাকার অন্তত দেড় কিলোমিটার সড়ক-জুড়ে কুপিয়ে গণছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অন্তত ১০ জনকে কুপিয়ে আহত করে। ওই ঘটনায় জড়িতরা গ্রেপ্তার না হতেই ফের একই থানা এলাকায় ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে মোহাম্মদপুরের বছিলা এলাকায় গণছিনতাই হয়। ওই সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা রাস্তার পাশে দোকানগুলোতে লুটপাট চালায়।

স্থানীয়রা জানিয়েছিল, আধাঘণ্টা ধরে পাঁচ থেকে ছয় তরুণ-কিশোর পথে যাকে পেয়েছে, তার কাছ থেকেই মানিব্যাগ, মোবাইল ফোন,সাইকেল ছিনিয়ে নিয়েছে। ঘটনার সময় পুরো এলাকায় আতংকের সৃষ্টি হয়। স্থানীয় লোকজনও আতঙ্কে সরে যান। অন্য এলাকার পথচারীরা পড়েন ছিনতাইকারীদের কবলে। বহু পথচারী, রিকশা ও সাইকেল আরোহী এর শিকার হয়েছেন জানা গেলেও সঠিক সংখ্যা কত, তা নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য পুলিশ বলছে, গতকালের ঘটনায় দুজন ভুক্তভোগী তাদের কাছে এসেছিলেন।

তালে কয় লাখ টাকা নিতে ৫ লাখ টাকা বিকাশের বিকাশের দোকান থেকে দুইটা মোবাইলে দুইটা সাইকেল ১০০ টা মোবাইল ওদের ধরছে হচ্ছে পিবিআই জন কে ধরছে দশজনকে ধরছে। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস