, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ঢাকা-২ আসন নৌকার বিরুদ্ধে

  • আপলোড সময় : ২৯-১২-২০২৩ ১২:১৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৩ ১২:১৬:৫৬ অপরাহ্ন
পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ঢাকা-২ আসন নৌকার বিরুদ্ধে
সাইফুল্লাহ, ঢাকা: ঢাকা ২ আসনের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান তার নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেছেন। বিভিন্ন স্থানে নৌকার পোস্টার থাকলেও নেই স্বতন্ত্র-প্রার্থীর পোস্টার, বিভিন্ন স্থানে রাস্তায় ফেলানো রয়েছে সে সকল পোস্টার।

স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান বলেন, ‘ঢাকা-২ এর রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টার ছেঁড়া ও নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত কর্মীদের হুমকি-ধমকি দেওয়ার লিখিত অভিযোগ করেছি।’নৌকার মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে তিনি এ অভিযোগ জানান।

তিনি আরো বলেন, আমার পোস্টার কাগজ দিয়ে তৈরি তাদের পোস্টার কি স্টীল দিয়ে তৈরি? তাদের জিজ্ঞেস করলে তারা বলে, এমনি ছিঁড়ে পড়ে আছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ‘ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমানের লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ডাক্তার হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীক নিয়ে লড়াই করছেন। তিনি চতুর্দিকে তার জয়জয়কার দেখতে পাচ্ছেন।

ঢাকা ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আছে কামরুল ইসলাম, যিনি সাবেক খাদ্য মন্ত্রী ছিলেন এবং চতুর্থ বারের মতো ঢাকা ২ আসনের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। 
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা