, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশের নিচে নেমে গেল ভারত

  • আপলোড সময় : ২৯-১২-২০২৩ ১১:২৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৩ ১১:২৮:২০ পূর্বাহ্ন
বাংলাদেশের নিচে নেমে গেল ভারত
এবার সাউথ আফ্রিকার কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানে হেরে বড় ধাক্কাই খেয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়ে বাংলাদেশেরও নিচে নেমেছে রোহিত শর্মার দল।

এদিকে সেঞ্চুরিয়নে টেস্ট হারের পর টেবিলে সবার উপরে থাকা টিম ইন্ডিয়া পাঁচ নম্বরে নেমেছে। তিন খেলায় এক জয়, এক ড্র ও এক হারে তাদের গড় পয়েন্ট ৪৪.৪৪ শতাংশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্টে সিরিজের একটিতে জেতা বাংলাদেশ ৫০ শতাংশ গড় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে প্রথম ম্যাচ খেলতে নেমেই জয় পাওয়া প্রোটিয়ারা ১০০ শতাংশ গড় পয়েন্টে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে। দুইয়ে থাকা পাকিস্তানের গড় পয়েন্ট ৬১.১১ শতাংশ।

টাইগারদের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে থাকা কিউইরা ৫০ শতাংশ গড় পয়েন্ট পেয়েছে। অ্যাশেজ সিরিজে ১০ পয়েন্ট জরিমানা হওয়ায় টেবিলের ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা ৪১.৬৭ শতাংশ গড় পয়েন্ট পকেটে পুরেছে।

এদিকে সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও আট নম্বরে থাকা ইংল্যান্ডের গড় পয়েন্ট যথাক্রমে ১৬.৬৭ ও ১৫ শতাংশ। দুই ম্যাচের সবকটিতে পরাজিত হওয়ায় পয়েন্টের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতে আছে শ্রীলঙ্কা।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা