, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাগরের ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপলোড সময় : ২৮-১২-২০২৩ ০৮:১১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৩ ০৮:১১:৪৫ অপরাহ্ন
সাগরের ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ
এবার সাগরদ্বীপ দুবলারচরের ৬ জেলেকে একটি ট্রলারসহ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। গতকাল বুধবার ২৭ ডিসেম্বর বেলা দুইটার দিকে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে সাগরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে দুবলার আলোরকোল থেকে ঐ জেলেদের মহাজন রামপালের আব্দুল হাই শেখ মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বেলা দুইটার দিকে তার ৬ জন জেলে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়ার কাছে সাগরে মাছ ধরছিলো।

এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটি দল (বিএসএফ) স্পিড বোটে করে এসে তার ছয়জন জেলেকে ট্রলার সহ ধরে নিয়ে ভারতীয় সীমানায় চলে যায়। ধরে নিয়ে যাওয়া জেলেরা হচ্ছে, ট্রলার মাঝি ইলিয়াস, ইছা, আবুল, মানিক, রাসেল ও রাজু। এদের সবার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায়।

এদিকে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, বুধবার দুপুরে দুবলার আলোরকোলের ছয় জেলে সাগরে বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিলো। এ সময় ভারতীয় বিএসএফ এসে সাগর থেকে ঐ জেলেদের ধরে ভারতে নিয়ে গেছে। এ ঘটনায় দুবলারচরের জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে জানানো হচ্ছে বলে কামাল উদ্দিন আহমেদ জানান। এ ব্যাপারে বাংলাদেশ কোস্টগার্ড আলোরকোল কন্টিনজেন্টে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ স্থাপন করা যায়নি।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা