, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রেললাইনে উল্টে গেল লরি, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • আপলোড সময় : ২৮-১২-২০২৩ ০৩:৪৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৩ ০৩:৪৭:৫৮ অপরাহ্ন
রেললাইনে উল্টে গেল লরি, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক ছবি: সংগৃহীত
কুমিল্লার বিজয়পুরে রেলক্রসিংয়ে ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী লরি উল্টে গেছে। এ সময় লরির নিচে চাপা পড়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ের ওপর এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলকর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে অন্তত ২ ঘণ্টা। এ ছাড়া রেললাইনের ওপর থেকে লরিটি সরাতে অন্তত আরও দেড় ঘণ্টা সময় লাগবে।


কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান,  সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লাইনটি রয়েছে; সেটি ডাউন লাইনে ব্যবহার করে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করা হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, আপাতত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ