, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দিল্লি থেকে এক সপ্তাহ পর ঢাকায় ফিরলেন পিটার হাস

  • আপলোড সময় : ২৮-১২-২০২৩ ০১:৩৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৩ ০১:৩৫:০৫ অপরাহ্ন
দিল্লি থেকে এক সপ্তাহ পর ঢাকায় ফিরলেন পিটার হাস
আজ ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভারতের নয়াদিল্লি থেকে এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় ঢাকায় ফেরেন তিনি। এর আগে গত ২২ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস।

এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

এর আগে গত ২১ ডিসেম্বর দুপুর সোয়া ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। আধা ঘণ্টার বেশি আলোচনা হয় তাদের মধ্যে।

হাস ছাড়াও এদিন বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান