এস এম আব্দুল্লাহ সউদ,কালাই উপজেলা প্রতিনিধি: জয়পুরহাট-২ আসনের (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আক্কেলপুর পৌরশহরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী পথসভা করার সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সাথে নৌকার কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় উভয় প্রার্থীর ৯ জন কর্মী আহত হয়েছে। তাদেরকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,আজ বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আক্কেলপুর পৌর শহরের হাসপাতাল এলাকায় নৌকার প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার কর্মীদের নিয়ে নির্বাচনী পথসভা করছিলেন। এ সময় একই এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী তার কর্মীদের সাথে মিছিল নিয়ে ওই পথসভা অতিক্রম করার সময় আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্য করে উস্কানিমূলক কথা বলায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে। এ সময় আওয়ামী লীগের ৬ জন এবং স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত হয়েছে।
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী বলেন,নিশ্চিত পরাজয় জেনে তারা পূর্বপরিকল্পিত ভাবে আমাদের শান্তিপূর্ণ পথ সভায় হামলা করেছে। এ ঘটনায় আমাদের ৬ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বতন্ত্র প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে মামলা করা হবে।
স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের নেতারা আমার ৩ কর্মীকে মারপিট করে আহত করেছে। আগে ওদের চিকিৎসা করি তারপর আমি ওদের বিরুদ্ধে মামলা করবো।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন,উস্কানিমূলক কথার জের ধরে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।