, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৮ তম হলেন এক সপ্তাহ আগে মারা যাওয়া পল্লব

  • আপলোড সময় : ২৭-১২-২০২৩ ০৫:০৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৩ ০৫:০৩:১৬ অপরাহ্ন
বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৮ তম হলেন এক সপ্তাহ আগে মারা যাওয়া পল্লব
গতকাল মঙ্গলবার ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এতে প্রশাসন ক্যাডারে ২৮তম হয়েছেন পল্লব বসু। কিন্তু গত ২০ ডিসেম্বর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার।

আজ বুধবার ২৭ ডিসেম্বর পল্লব বসুর ৪৩তম বিসিএস ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তার সহকর্মী রহিম রানা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের পল্লব বসু বাপ্পি ৪৩তম বিসিএসে এডমিনে ২৮তম হইছে; বুকটা ফেটে যাচ্ছে’।

জানা যায়, পল্লব বসু ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়ে ভোলার লালমোহনের শাহবাজপুর কলেজে অর্থনীতি বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। ৪১তম বিসিএসে ফুড ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি। সবশেষ ৪৩তম বিসিএসে এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এই মেধাবী। তবে ফল প্রকাশের পূর্বেই না ফেরার দেশে পারি জমান পল্লব।

এদিকে পল্লবের সহকর্মীরা জানান, পল্লব খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন। গত ২০ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলা অবস্থায় বুকে ব্যাথা অনুভব করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পল্লবকে বাঁচানো যায়নি।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা