, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘ভোটকেন্দ্রে না গেলে হাসরের দিন বিচার হবে’

  • আপলোড সময় : ২৭-১২-২০২৩ ০২:৪১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৩ ০২:৪১:৩৭ অপরাহ্ন
‘ভোটকেন্দ্রে না গেলে হাসরের দিন বিচার হবে’ ফাইল ছবি
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা বলেন, ভোটের দিন কেন্দ্রে না গেলে হাসরের দিন ওয়াদা ভঙ্গের দায়ে বিচার হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে আয়েজিত উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, সিরাজপুরের চেয়ারম্যান আমাকে বলেছেন যারা ভোট কেন্দ্রে যাবেন না তাদের ভাতার কার্ড বাতিল করা হবে, আমি যেন কিছু না বলি। তবে আমি বলবো যারা ভোটকেন্দ্রে যাবেন না হাসরের দিন ওয়াদা ভঙ্গের দায়ে তাদের বিচার হবে।

তিনি বলেন, মওদুদ আহমদ (বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য) জীবিত থাকতে আপনারা তাকে ভোট দিতেন। এখন তিনি জীবিত নেই। তাই এলাকাবাসী হিসেবে ওবায়দুল কাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিবেশীর হক আদায় করবেন।

কাদের মির্জা আরও বলেন, আমি জানি কিছু এলাকায় গ্যাস না থাকায় মা-বোনদের অনেক কষ্ট হচ্ছে। আপনাদের গ্যাসের ফাইল নিয়ে ওবায়দুল কাদের সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, বৈশ্বিক কারণে গ্যাসের সংকট। এ সমস্যা দূর হলে প্রথমেই আমাদের এলাকায় গ্যাস সংযোগ দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাঈন উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিদুর রহমান তুহিন প্রমুখ।

ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য।

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের চির প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মারা যান। বিএনপি নির্বাচন না করায় এ আসনে এবার ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তরুণ ব্যারিস্টার তানভীর আহমেদসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব