, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও ইতিহাস বদলাতে কাল মাঠে নামছে টাইগাররা

  • আপলোড সময় : ২৬-১২-২০২৩ ০৮:০৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৩ ০৮:০৫:২৭ অপরাহ্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও ইতিহাস বদলাতে কাল মাঠে নামছে টাইগাররা
চলতি বছর আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে সাতটিতেই। হার কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে। সবগুলো ম্যাচই বাংলাদেশ খেলেছে ঘরের মাঠে। বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজটা তাই ভিন্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। যেখানে ৯টি টি-টোয়েন্টি খেলেও কোনো জয় নেই বাংলাদেশের।

অধরা সেই জয়ের খোঁজে নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামীকাল বুধবার ২৭ ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সঙ্গী ছিল টানা ১৬ ম্যাচে হার।

সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। সেটি না হলেও শেষ ওয়ানডেতে কিউইদের মাটিতে তাদের বিপক্ষে অধরা জয় পায় সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচও অনুষ্ঠিত হবে একই মাঠে। যা আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে।

এদিকে ম্যাচের আগে আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর গণমাধ্যেমের মুখোমুখি হন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জয়ের ব্যাপারে আশাবাদী হাথুরুসিংহে জানালেন, একই মাঠে খেলা হওয়ায় বাংলাদেশের জন্য সুবিধা হবে। শেষ ম্যাচে জয় ছেলেদের বিশ্বাস বাড়িয়েছে। 

হাথুরুসিংহে বলেন, ‘এই মাঠেই বাংলাদেশ সর্বশেষ ওয়ানডেতে জিতেছিল। টি-টোয়েন্টিও শুরু হবে এখানে। উইকেট একইরকম দেখলাম। তা ছাড়া, ফরম্যাট ভিন্ন হলেও এই জয় ছেলেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা