, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভক্তদের ধরা দিচ্ছেন পূজা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৩ ০১:৫৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৩ ০১:৫৯:২১ অপরাহ্ন
ভক্তদের ধরা দিচ্ছেন পূজা
চিত্রনায়িকা পূজা চেরি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হিসেবেই বড় পর্দায় অভিষেক তার। খুব অল্প সময়ের মধ্যে নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়। বর্তমানে তার হাতে রয়েছে বেশকিছু ছবি। সর্বশেষ রোজার ঈদে পূজা অভিনীত জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ ছবিটি বেশ ভালো চলেছে। বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে ছবিটি প্রশংসিত হয়েছে। এবার নতুন খবর জানালেন পূজা চেরি।

ভক্তদের আয়োজনে একটি গেট টুগেদারে অংশ নিতে যাচ্ছেন তিনি। ৪ঠা জুন আয়োজিত হচ্ছে ‘পূজা চেরি লাভার্স’ গেট টুদেগার পার্টি। এরইমধ্যে এ নায়িকা খোদ এমন ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। গত ১৩ মে  পূজা  তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আসছে আগামী ৪ঠা জুন আমি থাকছি পূজা চেরি লাভার্স গেট টুগেদার পার্টিতে। আমি থাকছি আপনাদের সঙ্গে একটা দিন আনন্দক্ষণ সময় পার করতে।তাই সকলে উপরের ছবিতে দেখানো নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে চলে আসুন পূজা চেরি লাভার্স গেট টুগেদারে। অথবা যোগাযোগ করুন লাভার্স গ্রুপের এডমিন সদস্যদের সঙ্গে।

পূজা এ বিষয়ে বলেন, আমার ভক্তদের জন্যই আমি আজকের পূজা। ভালোবাসা ছাড়া এখানে আসা সম্ভব ছিল না। আমি সব সময় তাদের প্রতি কৃতজ্ঞ। আর তার জন্যই একটি দিন ভক্তদের সঙ্গে পার করার এ উদ্যোগে শামিল হচ্ছি। আশা করছি খুব ভালো একটি দিন কাটবে ভক্তদের সঙ্গে।

প্রসঙ্গত, আব্দুল আজিজের কারণেই মাত্র ১৪ বছর বয়সেই ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূজার। বর্তমানে পূজা চেরি অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নাকফুল’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
 
এখন কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

এখন কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার