, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ইনুর আসনে স্বতন্ত্র প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা

  • আপলোড সময় : ২৬-১২-২০২৩ ০৫:৫৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৩ ০৫:৫৪:৪৯ অপরাহ্ন
ইনুর আসনে স্বতন্ত্র প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা
এবার কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সরদার মো. মুসতানজীদ পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজের ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। তিনি কেতলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এদিকে সংবাদ সম্মেলনে ডাক্তার মুসতানজীদ বলেন, গত ১৯ তারিখে তার ভাই সরওয়ারদী ফেমাস মারা যায়। ওই ভাই তার নির্বাচনসহ প্রায় সবকিছু দেখভাল করতেন। সেই কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তবে তিনি অন্য কোনো প্রার্থীর পক্ষ নেওয়ার ঘোষণা দেননি।

এই আসনে ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনসহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সর্বশেষ সংবাদ