, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঠাকুরগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্ম গঠন

  • আপলোড সময় : ২৬-১২-২০২৩ ০৪:৫০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৩ ০৪:৫০:১৪ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্ম গঠন
ঠাকুরগাঁও থেকে: দল মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং  তৃণমূল পর্যায়ে যুবদের সামাজিক  কার্যক্রমে  সম্পৃক্তকরণ ও দক্ষতা  বৃদ্ধি করার লক্ষ্যে  ঠাকুরগাঁওয়ে জেলা নাগরিক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় লা রোজা চাইনিজ রেস্টুরেন্টে রূপান্তরের পক্ষে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্ল্যাটফর্ম গঠন অনুষ্ঠিত হয়।

জেলা সমন্বয়কারী জুলিয়া আখতারের পরিচালনায় বাস্তবায়ন-কারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন রংপুর বিভাগের  ক্লাস্টার  সমন্বয়কারী রেফায়েত আরা ঋতু। তিনি বলেন, নাগরিক  প্লাটফর্মের বিশিষ্ট-জনরা এই যুব  ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক  সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত   সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

এ সময় জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি,  সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা