, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাসপাতালে ইমরান খান

  • আপলোড সময় : ২০-০৫-২০২৩ ০১:১১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৩ ০১:১২:৩৫ অপরাহ্ন
হাসপাতালে ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান স্বাস্থ্য পরীক্ষার জন্য লাহোরের শওকত খানম হাসপাতালে গেছেন। পেটে ব্যথা অনুভব করায় আজ শনিবার সকালে তিনি হাসপাতালে গেছেন বলে জানিয়েছে পিটিআই। 

তবে, পিটিআইয়ের পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধান ইমরান খান হাসপাতালে গেছেন। তিনি বর্তমানে লাহোরের জামান পার্কের বাড়িতে অবস্থান করছেন। মাত্র কয়েকদিন আগে ইমরান জামিনে মুক্তি পেয়েছেন। তার জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। 

উল্লেখ্য, গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়। তবে তিনি এখন জামিনে রয়েছেন। জামিন পাওয়ার পর থেকে তিনি লাহোরে জামান পার্কের বাড়িতে রয়েছেন। সূত্র : ইন্টারন্যাশনাল দ্য নিউজ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া