রাকিব মিয়া, কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জ থানার একটি নাশকতা মামলায় জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান সেই আবেদন না-মঞ্জুর করেছেন।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে আসামি শরীফুল আলমকে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তাঁকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনকালে শোলাকিয়া এলাকায় হরতাল সমর্থকরা যানবাহন চলাচলে বাধা দেয়াসহ একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমকে ২ নম্বর আসামি করে পুলিশ মামলা দায়ের করে।
ওই মামলায় আজ মঙ্গলবার শরীফুল আলমকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে কিশোরগঞ্জ আদালতে এনে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত চত্বরে বিএনপির অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।