ফরাসি অঞ্চল নিউ ক্যালেডোনিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরে শনিবার আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৭.১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার (১৯ মে) একই এলাকায় একটি বড় ভূমিকম্প আঘাত হেনেছিল।
ইউএসজিএস জানিয়েছে, নতুন ভূমিকম্পটির কেন্দ্র ছিল ৩৫ কিলোমিটার গভীরে, যা নিউ ক্যালেডোনিয়ান দ্বীপপুঞ্জের প্রায় ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এ ছাড়াও একটি ৬.৫ মাত্রার আফটারশক প্রাথমিক কম্পনের কয়েক মিনিট পর স্থানীয় সময় রাত ১২টা ৫১ মিনিটে একই এলাকায় আঘাত হানে।
কানা ভানুয়াতু দ্বীপের সমুদ্র সৈকতের ফ্রেন্ডলি বিচ বাংলোর ব্যবস্থাপক ন্যান্সি জ্যাক বলেন, ‘এটি সম্ভবত দুই সেকেন্ড স্থায়ী ছিল, খুব বড় নয়।’ কোনো বড় ঢেউ দেখা যায়নি বলেও জানান তিনি।
এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, সুনামির ঢেউ এক ফুটের কম উচ্চতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢেউগুলো ফিজি, কিরিবাতি, ভানুয়াতু এবং ওয়ালিস অ্যান্ড ফুতুনা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পৌঁছতে পারে বলে জানিয়েছে তারা। এর আগে ভূমিকেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলের জন্য সতর্কতা জারি করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার একই এলাকায় একটি ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময় প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দ্বীপের উঁচু জায়গাগুলোতে লোকজন ছুটে যায়। তবে কয়েক ঘণ্টা পর সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়। সূত্র: এএফপি