, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আবেদন খারিজ, বাধ্য হয়েই পাকিস্তানে খেলতে যেতে হচ্ছে ভারতকে!

  • আপলোড সময় : ২৬-১২-২০২৩ ১২:২৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৩ ১২:২৮:২৭ অপরাহ্ন
আবেদন খারিজ, বাধ্য হয়েই পাকিস্তানে খেলতে যেতে হচ্ছে ভারতকে!
দুই প্রতিবেশি দেশ ভরাত-পাকিস্তান ক্রিকেট দলের দ্বৈরথের কথা কারও অজানা নয়। দুই দেশের ক্রিকেটীয় যুদ্ধ যেন রাষ্ট্রিয় যুদ্ধে পরিণত হয়েছে। সবশেষ এশিয়া কাপে ভারতের কারণেই আয়োজক হয়েও পূর্ণ টুর্নামেন্ট নিজ দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান। শঙ্কায় পড়েছে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও। 

এদিকে ক্রিকেটের মতো ফুটবলসহ সব খেলেতেই ভারতের পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ। যেমনটা নারাজ ছিল ভারতীয় টেনিস দল। কিন্তু এবার এক প্রকার বাধ্য হয়েই পাকিস্তান যেতে হচ্ছে তাদের। কারণ তাদের আবেদন খারিজ হয়ে গেছে। যার ফলে ডেভিস কাপ খেলতে পাকিস্তানে যেতেই হবে ভারতীয় দলকে। 

এতে দীর্ঘ ৬০ বছর পর পাকিস্তান যাবে ভারতীয় টেনিস দল। তবে ভারত যদি এবার পাকিস্তান গিয়ে না খেলে, তাহলে বড় শাস্তি হতে পারে তাদের। আসন্ন ডেভিস কাপের বিশ্ব গ্রুপ-১ প্লে-অফ খেলতে ইসলামাবাদে যাওয়ার কথা ভারতের। 

কিন্তু পাকিস্তানে যাতে খেলতে যেতে না হয়, সে জন্য আগেই বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিল ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন। তাদের আবেদন ছিল, নিরপেক্ষ দেশে হোক খেলা। তবে ভারতের করা সে আবেদন খারিজ হয়ে গেছে। শেষবার ১৯৬৪ সালে পাকিস্তানে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। সে বার ৪-০ ব্যবধানে জিতেছিল তারা।

এ প্রসঙ্গে ভারতীয় টেনিস সংস্থার সচিব অনিল ধুপর সংবাদ অ্যাসোসিয়েশন পিটিআইকে বলেন, ‘বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশন আমাদের আবেদন খারিজ করে দিয়েছে। সোমবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আমাদের একটা দল যাবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে পরামর্শ নেব।’

এর আগে ধুপর জানিয়েছিলেন যে, ডেভিস কাপ তারা অবশ্যই খেলবেন। এ জন্য প্রয়োজনে কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়ে পাকিস্তানে যাবে দল। ২০১৯ সালেও ডেভিস কাপে ভারতকে খেলতে যেতে হত পাকিস্তানে। সেবার ভারতের আবেদনের পর খেলা ফেলা হয় কাজাখস্তানে। এবার আর ভারতের আবেদনে সাড়া দেয়নি বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশন।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া