, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৭ জানুয়ারির পর আমার কাছে যা চাইবেন, দেওয়ার চেষ্টা করবো: মাশরাফি

  • আপলোড সময় : ২৬-১২-২০২৩ ১১:০৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৩ ১১:০৩:৪৩ পূর্বাহ্ন
৭ জানুয়ারির পর আমার কাছে যা চাইবেন, দেওয়ার চেষ্টা করবো: মাশরাফি ছবি: সংগৃহীত
নড়াইল-২ আসনের এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ভোটারদের উদ্দেশে বলেছেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই। ৭ তারিখ পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেন ৮ তারিখের পর আপনাদের জন্য যা যা করণীয় আমি করব। সোমবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী নড়াইলের লোহাগাড়া উপজেলার মোল্যার মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। 

এসময় উপস্থিত জনতার উদ্দেশে মাশরাফি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে ভোট কেন্দ্রে যাবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নৌকা মার্কায় ভোট দেবেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, গতবার যা ছিল, তার থেকে কাজের স্পৃহা বেড়ে যাবে। আমাকে যদি ভোট নাও দেন, তবুও ভোটকেন্দ্রে যাবেন, ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

উদ্বোধনের পূর্বে মাশরাফি বিন মর্তুজা মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন এবং ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সকাল ৯টা থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা দিতে শুরু করেন চিকিৎসকরা। বিকেল ৩টা পর্যন্ত চলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’