, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভোট নিয়ে ৪ জানুয়ারি কূটনীতিকদের ব্রিফ করবে ইসি

  • আপলোড সময় : ২৬-১২-২০২৩ ১০:৩৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৩ ১০:৩৩:০৩ পূর্বাহ্ন
ভোট নিয়ে ৪ জানুয়ারি কূটনীতিকদের ব্রিফ করবে ইসি ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগগ্রতির বিষয়ে জানাতে আগামী ৪ জানুয়ারি বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

চিঠিতে জানানো হয়, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনগুলোর অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভায় মিলিত হবেন।

চিঠিতে আরও বলা হয়, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে ওপরে বর্ণিত কূটনৈতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহোদয়কে নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান