, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নওগাঁ-৬ আসনের

আত্রাইয়ে নৌকার নির্বাচনী অফিসে ভাঙচুর

  • আপলোড সময় : ২৫-১২-২০২৩ ০৬:১৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৩ ০৬:১৪:১৮ অপরাহ্ন
আত্রাইয়ে নৌকার নির্বাচনী অফিসে ভাঙচুর
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থীর নির্বাচনী একটি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর ও পোস্টার ব্যানার ছিরে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার সাহাগোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়াপাড়া গ্রামে নৌকার নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা এ ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।
 
উপজেলার সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক আব্দুস সালাম জানান, রবিবার সন্ধ্যায় হাতিয়াপাড়া মোড়ে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলালের নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। প্রচার-প্রচারণা শেষে রাতে নেতাকর্মীরা যে যার মতো বাড়ি চলে যায়। রাতের অন্ধকারে কে বা কাহারা ওই নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং নৌকা প্রতীকের পোস্টার ও ব্যানার ছিরে ফেলেছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
 
এ ব্যাপারে আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে সোমবার দুপুরে এসিল্যান্ডসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা