, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জরিমানা গুনলেন মাশরাফি

  • আপলোড সময় : ২৫-১২-২০২৩ ০৫:৩৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৩ ০৫:৩৫:৩২ অপরাহ্ন
জরিমানা গুনলেন মাশরাফি ছবি: সংগৃহীত
নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় আরো তিন প্রার্থীকে জরিমানা করা হয়।

আজ সোমবার সকালে চার প্রার্থীর জরিমানা করা হয়। মাশরাফিকে ১৫ হাজার, একই আসনের জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামানকে ১৫ হাজার, ঐক্যফ্রন্ট প্রার্থী লতিফুর রহমানকে তিন হাজার এবং ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. মাহাবুবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাশরাফিসহ চার প্রার্থীর প্রত্যেকেই দেয়ালে পোস্টার সাঁটিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি প্রদান করল নির্বাচন কমিশন।

নড়াইল পৌর এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিতভাবে চলা পর্যবেক্ষণে প্রার্থীদের বিধি ভঙ্গের বিষয়টি ধরা পড়েছে।

এতে তাঁদের জরিমানা করা হয়েছে। এ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। 
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস