ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা ভুয়া নারী চিকিৎসক মুনিয়া রোজাকে কারাগারে পাঠানো হয়েছে।
শাহবাগ থানা পুলিশ রোববার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতো ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার (২৫ ডিসেম্বর) শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাতে মুনিয়া রোজাকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. জিল্লুর রহমান তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।