, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


নৌকার বিরোধীদের পা ভেঙে দেওয়ার হুমকি

  • আপলোড সময় : ২৫-১২-২০২৩ ০৩:৩৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৩ ০৩:৩৭:০৬ অপরাহ্ন
নৌকার বিরোধীদের পা ভেঙে দেওয়ার হুমকি ফাইল ছবি
পঞ্চগড়ে নৌকার বিপক্ষে যারা ভোট করছে তাদের পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে নুরুজ্জামান নুরু নামের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। 

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের এই চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন। পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার অনুসারী ও সমর্থক তিনি।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে অমরখানা ইউনিয়নের কাজির হাট বাজারে নৌকা মার্কা সমর্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য দেওয়ার সময় এমন হুমকি দেন তিনি। তার বক্তব্যের একটি ভিডিওতে দেখা যায়- তিনি বলছেন, ‘যারা নৌকাকে ব্যবহার করে দীর্ঘ দিন চলেছে এখন নৌকার বিরোধিতা করে এদেরকে চিহ্নিত করে রাখবেন৷ ৭ তারিখের পরে এই সমস্ত লোককে নৌকার আশেপাশে দেখলে প্রয়োজন বোধে তাদের ঠ্যাঙগুলো ভেঙে দেওয়া হবে। এদেরকে খন্দকার মোস্তাক বলা হয়।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, ‘নৌকা মার্কার সমর্থক হয়ে ওই চেয়ারম্যান প্রকাশ্যে যে হুমকি দিলেন এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে মনে করি। আমি আশা করি রিটার্নিং অফিসার এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন৷ এতে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি, আমাদের আস্থা ও বিশ্বাস ফিরে আসবে যে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।’

উল্লেখ্য, এর আগেও নৌকা মার্কার প্রার্থীর অনুসারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এক বক্তব্যে এমন হুমকি প্রদান করলে নির্বাচন অনুসন্ধান কমিটি সরাসরি প্রার্থীকে শোকজ করেন।