, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ছুটি একদিন, উপলক্ষ বড়দিন: আসেনি আশানুরূপ পর্যটক

  • আপলোড সময় : ২৫-১২-২০২৩ ১২:৩৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৩ ১২:৩৫:৫৪ অপরাহ্ন
ছুটি একদিন, উপলক্ষ বড়দিন: আসেনি আশানুরূপ পর্যটক
মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: বড় দিনের ছুটিতে কক্সবাজারে ভিড় করছে হাজারো পর্যটক। টানা ছুটি না থাকলেও অনেকেই একদিনের ছুটিকে কাজে লাগাতেই কক্সবাজারে এসেছেন। আবার স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে।
 
 ভ্রমনে আসা পর্যটকরা জানালেন, সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানকার দর্শনীয় স্থানগুলোই তাদের কাছে পছন্দের তালিকায় রেখেছেন। জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বঙ্গবন্ধু সাফারী পার্ক, হিমছড়ি, পাথুরে সৈকত,আদিনাথ মন্দির অন্যতম। ভ্রমন তালিকায় শীর্ষে রয়েছে সেন্টমার্টিন। সেন্টমার্টিন দ্বীপে ভ্রমনে গেছে অন্তত ৫ -৬ হাজার পর্যটক। 
 
এদিকে আগামীকাল থেকে পর্যটকদের ভিড় কমতে পারে বলে ধারনা করছেন হোটেল ব্যবসায়ীরা।হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ জানান, বড়দিনের ছুটিতে কক্সবাজারে অন্তত ৪০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমনে এসেছে। টানা ছুটি থাকলে পর্যটক আগমনের হার কয়েকগুণ বাড়তো বলেও মন্তব্য করেন এই কর্মকতা।
 
এদিকে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, বেড়াতে এসে কোন পর্যটক যাতে হয়রানির শিকার না হয় সে দিক লক্ষ্য রাখা হচ্ছে। অভিযোগ পেলেই নেয়া হবে ব্যবস্থা। সে সাথে হোটেল রেস্তোরাঁয় অতিরিক্ত দাম যাতে না নিতে পারে সে দিকেও নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি।