, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টঙ্গীতে মালবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

  • আপলোড সময় : ২৫-১২-২০২৩ ১১:৩১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৩ ১১:৩১:৪৯ পূর্বাহ্ন
টঙ্গীতে মালবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত ফাইল ছবি
রাজধানীর উত্তরায় উত্তরখান এলাকায় টঙ্গী অভিমুখে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। একপর্যায়ে মালবাহী ট্রেনটি টঙ্গী রেলওয়ে ব্রিজের সামনে উত্তরখান এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের খবর আসেনি। উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ওই মালবাহী ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই