, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ছি‌লেন মাদক কারবা‌রি, জেল থে‌কে বের হ‌য়েই 'ডাক্তার'

  • আপলোড সময় : ২৪-১২-২০২৩ ০১:৩৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৩ ০১:৩৬:৩৫ অপরাহ্ন
ছি‌লেন মাদক কারবা‌রি, জেল থে‌কে বের হ‌য়েই 'ডাক্তার'
কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি: ২০১৪ সা‌লে মাদকসহ আটক হন কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলার বড়লই গ্রামের মমিনুল ইসলাম। দীর্ঘ‌দিন জেল খে‌টে ছাড়াও পান তি‌নি। প‌রে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার পাটগ্রামে শুরু ক‌রেন আরেক প্রতারণা। সেখা‌নে নি‌জে‌কে চি‌কিৎসক প‌রিচয় দি‌য়ে ক‌য়েক বছর ধ‌রে প্রতারণা ক‌রে আস‌ছি‌লেন ম‌মিনুল।এদি‌কে মাদক মামলায় ২০২২ সালে দুই বছরের দণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। 
 
জানা যায়, সাজাপ্রাপ্ত ম‌মিনু‌লের অবস্থান শনাক্ত কর‌তে মা‌ঠে না‌মে পু‌লিশ। প‌রে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে পু‌লিশ জান‌তে পা‌রে পাটগ্রা‌মে নি‌জে‌কে চি‌কিৎসক প‌রিচয় ‌দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে সাধারণ মানু‌ষের স‌ঙ্গে প্রতারণা আস‌ছেন তি‌নি। অব‌শে‌ষে শ‌নিবার (২৩ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় তা‌কে গ্রেফতার ক‌রতে সক্ষম হয় ফুলবা‌ড়ি পু‌লিশ।
 
এ বিষ‌য়ে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) রুহুল আমীন বলেন, র‌বিবার তা‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আন‌তে সর্বাত্তক কাজ ক‌রে যা‌চ্ছি ব‌লেও জানান তি‌নি।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান