কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-৪ এ মৃত্যুদণ্ডাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) রাত ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। শনিবার (২০ মে) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তির নাম সুমন ঢালি (৪৪)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি শেরদাবাদ গ্রামের কাদির ঢালির ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে আসামি সুমন ঢালি হঠাৎ অসুস্থ হয়ে যায়। এ সময় দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ১০টার ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানার মামলা নং ৩৬(৯)১৪, ধারা- ৩০২/৩৪/ ২০১ দণ্ডবিধি আইনে রুজু ছিল। কারা বিধি শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেল সুপার।