আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ইউটিলিটি বিল না দিলে সাজা হবে। বিদ্যুৎ, পানির বিল না দিলে লাইন কাটা যাবে। খাজনা, ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে, সোজা কথা।’
রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, তারেক রহমান বিদেশে বসে দেশে নেতাকর্মীদের অসহযোগ আন্দোলন পালনের ডাক দিয়েছেন। কিন্তু আগেই দলের লোকদের অনেকের আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তারেকের ডাক শুনলে তাদের আমও যাবে ছালাও যাবে। যাদের আঙুল ফুলে কলাগাছ হয়েছে তারা তারেকের ডাক শুনবে এটা মনে করার কোনো কারণ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আবারো বলি বিদেশে বসে রিমোট কন্ট্রোলে এসব উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন। নিজে কেন সশরীরে নেই। সাহস থাকলে আসুন, মোকবেলা হবে রাজপথে।’
কাদের বলেন, ‘রিজভীকে ছেড়ে দিয়েছেন; আজকে শুনলাম চান্দিনায় কুয়াশার ভেতর ১০-১২ জন মিছিল করেছে।
নিজস্ব উপায়ে ভিডিও করছে আর তা টেলিভিশনে পাঠায়, ফেসবুকে প্রচার করে। এটাকে বলছে আন্দোলন। বাংলাদেশে এভাবে বিপ্লব হবে না।’