, শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

  • আপলোড সময় : ২৪-১২-২০২৩ ১২:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৩ ১২:৩৪:৩৬ অপরাহ্ন
ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৫ম তলার নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার তাকে আটক করে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন তিনি নীলক্ষেত থেকে চিকিৎসকদের ব্যবহারের অ্যাপ্রোন ও নকল চিকিৎসকের আইডি কার্ড কিনেছেন। প্রায় একমাস যাবত তিনি এপ্রোন পড়ে ঢাকা মেডিকেলে ঘোরাফেরা করতেন বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেন এ নারী। এছাড়াও ডাক্তারদের এপ্রোন পরে তাদের মোবাইলসহ অন্যান্য সামগ্রী চুরির কথাও স্বীকার করেন তিনি।

অভিযুক্ত ভুয়া চিকিৎসকের নাম মুনিয়া। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ভাড়া থাকেন বলে জানিয়েছেন এই নারী।