, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘নৌকার বাইরে কোনো পাখিকে ভোট দিলে পিটিয়ে চামড়া তুলে নেব’

  • আপলোড সময় : ২৩-১২-২০২৩ ০৫:১৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৩ ০৫:১৮:১২ অপরাহ্ন
‘নৌকার বাইরে কোনো পাখিকে ভোট দিলে পিটিয়ে চামড়া তুলে নেব’
খালিদ সাইফুল, কুষ্টিয়া: কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের নির্বাচনী সভায় নারী ভোটার ও স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে হুমকি দিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিয়েছেন এক পৌর কাউন্সিলর। একটি ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সেটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। প্রকাশ্যে সভায় এ ধরনের বক্তব্য নিয়ে চলছে সমালোচনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সামনেই প্রকাশ্যে নৌকায় সিল মারতে বললেন কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু। তিনি বলেন, ‘নাহলে পিটিয়ে..... চামড়া তুলে নেওয়া হবে।’ তার এ ধরণের বক্তব্যের প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া দিণমনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফের এক নির্বাচনী পথসভায় এ বক্তব্য দেন বিচ্ছু।

জানা গেছে, শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নৌকার সমর্থনে আড়ুয়াপাড়া দিণমনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক নির্বাচনী সভার আয়োজন করে। সভায় হানিফ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ অজয় সুরেকাসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

ওই পথসভায় শেখ কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেক ওয়ার্ডেই দু-চারটে লোক থাকে। তাদের উদ্দেশ্য হলো নৌকার ব্যাচ পরে ওই কি পাখি আছে, সেই পাখিকে ভোট দেবে। সেইসব লোকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নেতা আপনার কাছে আমি অনুমতি চাই। এই সকল লোক যদি ধরা পড়ে। আমরা কিন্তু পিটাইয়ে তাদের ....চামড়া তুলে ফেলব।’

বিচ্ছু আরও বলেন, ‘ভোটের দিন সকালে বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে আমার বলা। আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে চলে আসবেন। এসে কোনো কথা নাই। একদম নৌকার ওপর দাম করে ওপেন সিল মারবেন। নৌকার ওপর সবার সামনেই সিল মারবেন, হানিফ সাহেবকে সিল মারবেন। আমার কথা হচ্ছে আপনাদের বিপদ-আপদে আমরা থাকি। আর আমাদের বিপদ-আপদে তারা (মঞ্চের নেতাদের দিকে ইঙ্গিত করে) থাকেন। ওই কারণে আমাদের মাজা (কোমর) যদি শক্ত থাকে তাহলেই তো আপনাদের বিপদ-আপদে উদ্ধার করব। তাই আমাদের মাজা শক্ত করতে হলে হানিফ সাহেবকে এই ওয়ার্ডে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমরা হলাম পিঁপড়ার মত। আমরা যেদিকে যাই, এই ওয়ার্ডের লোকজন পিঁপড়ার মত আমাদের পিছে পিছে যায়। আমরা নৌকার দিকে যাচ্ছি, আমাদের লোকজনও নৌকার দিকে যাবে।’

উল্লেখ্য, এ আসনে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর প্রতীক ঈগল পাখি। বিচ্ছুর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে রাতেই স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর পক্ষে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু বলেন, ‘আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ও নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফের সামনে প্রকাশ্যে সিল মারার যে বক্তব্য দেওয়া হয়েছে তা সুষ্ঠু ভোটের জন্য অন্তরায়। ভোটারদের মধ্যে ভীতি ছড়াতেই এই বক্তব্য দেওয়া হয়েছে বলে আমার ধারণা। আমি ওই কাউন্সিলরের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা