কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশে বলেছেন, তারা চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালোভাবে না হয়। দেশে তারা অরাজকতা-নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। তিনি বলেন, আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি, আগামী দিনে ভোট উপস্থিতি দেখিয়ে প্রমাণ করব। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমরা গোপালগঞ্জের সাথে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি, আগামী দিনে ভোটার উপস্থিতি দেখিয়ে প্রমাণ করবো এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর। যত ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল ও উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীবসহ অন্যান্যরা।
কর্মী সমাবেশে মধুপুরের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।