, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বাল্য বিয়ের দায়ে বর-কনের বাবাকে কারাদণ্ড, বরকে জরিমানা

  • আপলোড সময় : ২২-১২-২০২৩ ০৪:২২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৩ ০৪:২২:০২ অপরাহ্ন
বাল্য বিয়ের দায়ে বর-কনের বাবাকে কারাদণ্ড, বরকে জরিমানা
মোঃ শাহীন আলম তালতলী, প্রতিনিধি: বরগুনার তালতলীতে বাল্যবিয়ের দায়ে বর-কনের বাবাকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বরসহ তিনজনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত১০ টার দিকে উপজেলার সরদারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তালতলী উপজেলা নিবাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কনের বাবা জাকির হোসেন (৪৭),বরের বাবা কাওসার মৃধা(৫০)। বর বাপ্পি মৃধা (২১) কে ২০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও বাল্য-বিয়েতে সহযোগিতা করার দায়ে কনের খালাকে ২ হাজার ও বরের চাচাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নিবাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, উপজেলার সরদারিয়া এলাকার জাকির হোসেন নামে এক ব্যক্তির অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে ও বরিশালের হোসনাবাদ এলাকার কাওসার মৃধার ছেলে বাপ্পি মৃধার সঙ্গে বিয়ে হয়। এ জন্য কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে জড়িতদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।