, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নাশকতা এড়াতে বন্ধ হচ্ছে ৬ ট্রেন

  • আপলোড সময় : ২২-১২-২০২৩ ০২:৫২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৩ ০২:৫২:২৮ অপরাহ্ন
নাশকতা এড়াতে বন্ধ হচ্ছে ৬ ট্রেন ফাইল ছবি
চলমান হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে আন্তঃনগরসহ ছয়টি ট্রেন চলাচল বন্ধ করছে বাংলাদেশ রেলওয়ে। রেলের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাতের বেলা যে ট্রেনগুলো চলাচল করে এবং যে সব রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সে ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরইমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ের ঢাকা বিভাগীয় অফিস সংবাদ সম্মেলন ডেকেছে।

উল্লেখ্য, গত দেড় মাসে রেলপথের ১২টি স্থানে এবং ৫টি ট্রেনে আগুন লাগানো হয়েছে। এছাড়া তিনটি স্থানে রেললাইন কাটা এবং ফিশপ্লেটের ক্লিপ খুলে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ছয়টি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান