, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কুবি ইয়ুথনেটের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড সময় : ২২-১২-২০২৩ ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৩ ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন
কুবি ইয়ুথনেটের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
কুবি প্রতিনিধি: কুমিল্লা ডিসি অফিসের সহযোগিতায় এবং ইয়ুথনেট কুমিল্লার উদ্যোগে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় অসহায় শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করে ইয়ুথনেট কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লার সদস্যরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু করে ধর্মসাগরপাড়, কান্দিরপাড় মোড়, রাণীর বাজার, রেইসকোর্স  ও রেলস্টেশনে মোট ২২ টি কম্বল বিতরণ করে ইয়ুথনেট কুমিল্লার সদস্যরা।

রাস্তার পাশে অসহায় শীতার্ত বৃদ্ধ নারী-পুরুষ, শিশুদের মাঝে এই কম্বলগুলো বিতরণ করা হয়। 

ইয়ুথনেট কুমিল্লার কো-অর্ডিনেটর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আল-আমিন বলেন, 'অসহায় মানুষের পাশে সামান্য একটি কম্বল নিয়ে দাঁড়াতে পেরে আমি খুবই আনন্দিত। ইয়ুথনেট কর্মীরা জলবায়ু সুবিচারের নিশ্চিতের পাশাপাশি পিছিয়ে থাকা মানুষের জন্য কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের সহযোগিতায় কাজটি সম্পূর্ণ করি।'
 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া