আলমডাঙ্গা প্রতিনিধি: সামাজিক বিরোধ নিষ্পত্তিতে মানবাধিকার সংস্থার ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় কালিদাসপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আল-আমিন হোসেন পরশ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ - চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা কারী সংস্থা।আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব রুহুল আমিন ইমরোজ ও মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার ভেরামারা উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ও ৭০ এর অগ্নি-সেনা মঈনউদ্দীন পারভেজ, ও ডা:অমল কুমার বিশ্বাস। আলমডাঙ্গা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী মন্ডল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার রশীদ সোনাহার, যুগ্ন সাধারন সম্পাদক এম সন্জু আহমেদ, শিক্ষা বিষয়ক সচিব মানোয়ার মাষ্টার,উপ শিক্ষা বিষয়ক সচিব দিলরুবা খাতুন, অর্থ বিষয়ক সচিব রফিকুল ইসলাম, সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব এ্যাডভোকেট একরামুল হক, আজিজুল হক, মাদক নিরাময় বিষয়ক সচিব সালাহ উদ্দিন মুক্তার ,ত্রান ও পুনর্বাসন সচিব মোস্তাফিজুর রহমান,সাহিত্য বিষয়ক সচিব সেলিম রেজা, উপ সাহিত্য বিষয়ক সচিব মীর রোকনুজ্জামান, জাহিদুল ইসলাম, দপ্তর বিষয়ক সচিব সাইদুল ইসলাম,, ক্রিয়া বিষয়ক সচিব মন্জু, জাহিদুল ইসলাম চঞ্চল, শেখ মহিদুল, হাসিনা হারভিয়া, বকুল,ও অন্যান্য সাধারন সদস্যবৃন্দ।