, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৩১ ডিসেম্বরের মধ্যে হজ নিবন্ধনের পরামর্শ

  • আপলোড সময় : ২১-১২-২০২৩ ০৭:১৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৩ ০৭:১৮:৪৭ অপরাহ্ন
৩১ ডিসেম্বরের মধ্যে হজ নিবন্ধনের পরামর্শ ফাইল ছবি
২০২৪ সালে যারা পবিত্র হজ পালন করতে চান তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অনিশ্চয়তা ও বিড়ম্বনা এড়ানোর জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হজযাত্রীদের স্বার্থে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। এর আগে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

হজ নিবন্ধনের সময় আর মাত্র ১০ দিন বাকি রয়েছে। কিন্তু বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সরকারি এবং বেসরকারি পর্যায়ে নিবন্ধন করেছেন মাত্র ১৫ হাজার ৫৭৭ জন। চলতি বছর বাংলাদেশের জন্য হজ পালনে কোটা রয়েছে ১ লাখ ১১ হাজার ৬২১ জন।

সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে লাগবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এ ছাড়া বেসরকারি পর্যায়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা, যা ২০২৩ সালের সাধারণ হজ প্যাকেজের চেয়ে ৮৩ হাজার ২০০ টাকা কম। আর দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস